শেরপুরে পীরের পরিত্যাক্ত বাড়ী থেকে নারীর লাশ উদ্ধার।

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার বদরুদ্দোজা হায়দার দোজা পীরের পরিত্যাক্ত ভবনের তিন তলা থেকে রিনি বেগম(৩২)নামে এক নারীর লাশ উদ্ধার করেছে।ওই নারীর শ^শুরবাড়ী ঘটনাস্থলের অদূরে চর জঙ্গলদি।বাবার বাড়ী জামালপুর সদরের বাউরামারি বলে জানা গেছে।পুলিশ বলছে লাশটি অন্তত দুই দিন ওই তিন তলায় পড়ে ছিল।
আজ রবিবার(৭সেপ্টম্বর) দুপুরের দিকে স্থানীয় লোকজন দুর্গন্ধ বোঝতে পারলে পীরের বাড়ীর মুল গেইট সংলগ্ন ওই তিন তলার একটি কামড়া থেকে ওই নারীর লাশ পাওয়া যায়।লাশ উদ্ধারের সময় মহিলার পড়নে বোরকা ও লাশটিতে পচন ধরা অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয়রা জানিয়েছে স্থানীয় একদল মুসুল্লি নানা দ্বন্দে গত নভেম্বর মাসে পীরের বাড়ী ভেঙ্গে ফেলে।তখন থেকেই ওই বাড়ীতে পীর বা পীরের কোন মুরিদ থাকে না।বিশাল অঞ্চল জুড়ে থাকা বাড়ীঘর গুলোতে কেউ থাকে না।এক সময়ের জমজমাট পীরের বাড়ী এখন নির্জন ও শুধুই স্মৃতি।ওই বাড়ীর পরিত্যাক্ত তিন তলার একটি কামড়া থেকে ওই নরিীর লাশ পাওয়া গেছে।
সদর থানা পুলিশের ওসি জুবাইদুল ইসলাম জানিয়েছে এর বেশী বিস্তারিত পুলিশ এখনও কিছু জানতে পারেনি।ওই নারীর স্বজনরা আশা শুরু করেছে।নানা ভাবে ওই নারীর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে পরে মন্তব্য করা যাবে।

আরো খবর

আপনার মতামত দিন