শেরপুর-১ আসনের তিন বারের সাবেক এমপি জেপি নেতা রফিক চৌধুরী আর নেই 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের চরাঞ্চলের কীর্তিমান পুরুষ, শেরপুর-১ (সদর) আসনের সাবেক এমপি জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম মেম্বার শাহ রফিকুল বারী চৌধুরী ওরফে রফিক চৌধুরী (৭৮) আর নেই। 

১৫ আগস্ট শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে জামালপুর শহরের আমলাপাড়া এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন। 

নিকটাত্মীয় সাংবাদিক রতন চৌধুরী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিঁনি কিডনি জটিলতা ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিঁনি স্ত্রী, ৩ ছেলে, এক মেয়ে রেখে গেছেন। 

শেরপুরের কামারেরচর চৌধুরী বাড়ীর সন্তান শাহ রফিকুল বারী চৌধুরী, যিনি রফিক চৌধুরী নামেই সমধিক পরিচিত ছিলেন। ছাত্রাবস্থায় পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ওই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন রফিক চৌধুরী। 

জাতীয় পার্টি থেকে নির্বাচন করে ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পর পর তিনবার শেরপুর-১ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুও আগ পর্যন্ত তিঁনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম মেম্বার ও শেরপুর জেলার সভাপতি ছিলেন। 

পেশাগত জীবনে তিঁনি একজন কৃষক, পরিচ্ছন্ন রাজনীতিক ও সমাজসেবক ছিলেন। তাঁর নেতৃত্বে এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং অনেক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছেন। এলাকায় তিঁনি একজন দানশীল ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন। 

তাঁর মৃত্যুতে শেরপুর-১(সদর) আসনের ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা,  সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন। 

আরো খবর

আপনার মতামত দিন