শেরপুর কন্ঠ ডেস্ক : দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে চার বছর তিন মাস পর শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি,সাবেক শহর বিএনপির সভাপতি,সাবেক ছাত্রদল ও যুবদল নেতা সাইফুল ইসলাম স্বপন দলে ফিরলেন। দলীয় পদ স্থগীতাদেশ প্রত্যাহার সংক্রান্ত চিঠি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম রহুল কবির রিজভী। চিঠিতে লিখা হয় আজ থেকে সাইফুল ইসলাম স্বপনের উপর ওই স্থগীতাদেশ প্রত্যাহার করা হলো। তবে দলকে গতিশীল করতে ভুমিকা ও দলীয় শৃংখলা বজায় রাখতে সতর্ক করা হয়েছে। এ সংক্রান্ত দলীয় চিঠিতে সাইফুল ইসলাম স্বপন তার ভেরিফাইড ফেইসবুকে দুপুর নাগাদ পোস্ট করেছেন ও খবরের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন। উল্লেখ্য ২০২০ সালের ৫ অক্টোবর ওই নেতার দলীয় সকল পদের উপর স্থগীতাদেশ দেয় কেন্দ্রীয় বিএনপি। জিয়াউর রহমানের জাগদল ছাত্রদল থেকে শুরু করে শেরপুর জেলা বিএনপি শীর্ষ এই নেতা দীর্ঘ দিন রাজনীতিতে না থাকলেও ৫আগষ্ঠের বৈষম্য বিরোধী আন্দোলনে ভুমিকা রাখায় কেন্দ্র খুশি হয়ে তার উপর এই স্থগীতাদেশ প্রত্যাহার করেছে বলে দলীয় সুত্রে জানা গেছে।
শেরপুর জেলা বিএনপি নেতা স্বপন চার বছর পর দলে ফিরলেন
২৫
আগের খবর